অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতৃত্বাধীন শক্তিকে পরাজিত করতে হবে: ওবায়দুল কাদের


বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা রক্ষায় , বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে।” শুক্রবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য অবরোধ ঘোষণা করেছে দলটি। গত ২৮ অক্টোবর ২৪ জন সাংবাদিকের ওপর হামলা হয়েছে। একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, একটি হাসপাতালে হামলা হয়েছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে। তারা পার্ক করা বাসে আগুন ধরিয়ে দেয়, ভেতরে ঘুমন্ত হেলপারকে হত্যা করে। যারা এসব অপকর্মের নেতৃত্ব দিয়েছে, তাদের গ্রেপ্তার করা কিভাবে নিপীড়নমূলক।”

আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, “তারা যত ইচ্ছা অবরোধ ঘোষণা করতে পারে। তারা (বিএনপি) ইতোমধ্যে ক্লান্ত হয়ে পড়েছে।” তিনি বলেন, “হয় তারা জেলে থাকবে, না হয় পলাতক থাকবে।” বিএনপি সড়কে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের জন্য লোক নিয়োগ করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

জেলহত্যা দিবস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা ছিলো ১৫ আগস্টের ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এরপর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।”

তিনি বলেন, “সেই পরাজিত শক্তি বারবার জাতির আত্মা ও চেতনাকে আক্রমণ করছে। তারা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে। আর সাম্প্রদায়িক অপশক্তিকে বিএনপি আশ্রয় দিচ্ছে।”

সরকারের কোনো কৌশল আন্দোলন দমন করতে পারবে না: রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “বর্তমান সরকারের পতন আসন্ন। বিরোধী দলের চলমান এক দফা আন্দোলন দমনে তাদের কোনো কৌশল কাজ করবে না।” শুক্রবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি আরো বলেন, “অবরোধ কর্মসূচিতে ভীত হয়ে সরকার বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে, রিমান্ডে নিয়ে নিপীড়ন চালাচ্ছে।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুহুল কবির রিজভী। বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল এবং জনগণের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। সুতরাং, আন্দোলন দমনে আপনাদের (সরকারের) কোনো কৌশল সফল হবে না।”

তিনি আরো বলেন, “গণহারে গ্রেপ্তারের মাধ্যমে বিএনপির নেতৃত্ব দুর্বল করা যাবে না। যিনি কারাগার থেকে বের হবেন তিনিই আন্দোলনের নেতৃত্ব দেবেন। আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি আদায়ে জনগণ বদ্ধপরিকর। এই অবৈধ সরকারের শিগগিরই পতন ঘটবে।”

রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগ সরকার একতরফাভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করে আবার রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা করছে। এই উদ্দেশ্য অর্জনের জন্য তারা বিএনপির শীর্ষ নেতাদের কারারুদ্ধ করছে।”

রিজভী অভিযোগ করেন, “ফ্যাসিবাদী সরকার বিএনপির নেতৃত্ব নির্মূল করতে দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করছে। জ্যেষ্ঠ নেতাদের ৮/১০ দিনের রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে। সরকার ভেবেছিলো, এভাবে গ্রেপ্তার ও নির্যাতন করা হলে বিএনপির আন্দোলন দমন করা হবে।”

XS
SM
MD
LG