অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের জন্য ১৪৫০ কোটি ডলার সামরিক সহায়তা অনুমোদন করেছে প্রতিনিধি পরিষদ ; ভেটো দেয়ার হুঁশিয়ারি দিলেন বাইডেন


ইসরাইলকে বাড়তি সহায়তার বিষয়ে বিলের ওপর বিতর্ক ও ভোট অনুষ্ঠানের আগে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা লুইজিয়ানার স্টিভ স্কালিস ও প্রতিনিধি পরিষদের নেতৃস্থানীয় রিপাবলিকান সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন; ২ নভেম্বর ২০২৩।
ইসরাইলকে বাড়তি সহায়তার বিষয়ে বিলের ওপর বিতর্ক ও ভোট অনুষ্ঠানের আগে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা লুইজিয়ানার স্টিভ স্কালিস ও প্রতিনিধি পরিষদের নেতৃস্থানীয় রিপাবলিকান সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন; ২ নভেম্বর ২০২৩।

হামাস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চলমান যুদ্ধে, বৃহস্পতিবার ইসরাইলের জন্য ১৪৫০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। তবে, এই পদক্ষেপের বিপক্ষে ভেটো দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এর কারণ, এর সঙ্গে সম্পর্কিত শর্ত ও অন্যান্য প্রশাসনিক অনুরোধ সমাধান করতে ব্যর্থ হয়েছে এই বিল।

প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার মাইক জনসন এই সহায়তা প্যাকেজের ক্ষেত্রে গতানুগতিক পথ অবলম্বন করেন। তিনি অন্যান্য সরকারি ব্যয় কমিয়ে, এই জরুরি সহায়তার জন্য তহবিলের ব্যবস্থা করেন । তার এই ভোট-কৌশল, দলীয় ভাবে প্রতিনিধি পরিষদকে ব্যাপক ভাবে বিভক্ত করে দিয়েছে।

বিলের পক্ষে ভোট দিয়েছেন ২২৬ জন সদস্য, বিপক্ষে ভোট পড়েছে ১৯৬টি। গত সপ্তাহে স্পিকার পদে নিযুক্ত হওয়ার পর থেকে এটাই রিপাবলিকান জনসনের প্রথম বড় আইন বিষয়ক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য লুইজিয়ানা থেকে প্রতিনিধিত্ব করছেন জনসন। তিনি বলেন, “আমরা যখন দায়িত্বপূর্ণ ব্যয় নিশ্চিত করতে এবং ফেডারেল সরকারের ব্যয় হ্রাসে কাজ করবো” তখন এই বিল ইসরাইলকে সাহায্য করবে।

রিপাবলিকানদের এই বিলে গাজার জন্য কোনো মানবিক সহায়তার কথা উল্লেখ করা হয়নি।

বাইডেন জানিয়েছেন, তিনি এই বিলে ভেটো দেবেন। আর, ডেমোক্র্যাট সদস্যরা বলেছেন, সিনেটে এই বিল পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই।

হোয়াইট হাউস বলেছে, জনসনের এই পদক্ষেপ এক ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত সৃষ্টি করবে এবং “এই মুহূর্তের জরুরি চাহিদা পূরণ করতে তা ব্যর্থ।” গাজার জন্য মানবিক সহায়তা না থাকায় বিলের নিন্দা করেছে হোয়াইট হাউস। আরো বলা হয়েছে যে এই বিল ইউক্রেন বা তাইওয়ানে সামরিক সহায়তা দিতেও ব্যর্থ হয়েছে।

XS
SM
MD
LG