বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে রবিবার (৫ নভেম্বর) চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সমন্বয়ক মো. ইদ্রিস আলী বলেন, “আমীর খসরু মাহমুদ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাকে পুলিশ রাজধানীর গুলশানের বাসা থেকে গভীর রাতে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। এর প্রতিবাদে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা রবিবার চট্টগ্রামে হরতাল আহ্বান করেছে।”
বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, “চট্টগ্রাম জেলা ও মহানগর এলাকায় সর্বাত্মকভাবে হরতাল কর্মসূচি পালন করা হবে। তবে, অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। পাশাপাশি রবিবার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুই দিনের অবরোধ কর্মসূচি পালিত হবে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুক্রবার তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।