অ্যাকসেসিবিলিটি লিংক

মেইনে নিহত ১৮ জনের পরিবারের সঙ্গে দেখা করলেন বাইডেন দম্পতি


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জলি বাইডেন গত সপ্তাহের গুলি চালনার অন্যতম স্থান শেমিনগিস বার এন্ড গ্রীলে পুষ্প স্তবক অর্পণ করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জলি বাইডেন গত সপ্তাহের গুলি চালনার অন্যতম স্থান শেমিনগিস বার এন্ড গ্রীলে পুষ্প স্তবক অর্পণ করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন ২৫ অক্টোবরের গুলি চালনার ঘটনায় মেইন অঙ্গরাজ্যের লুইস্টানে যে ১৮ জন প্রাণ হারান তাদের পরিবারের সঙ্গে দেখা করতে সেই শহরে যান।

বাইডেন পরিবারের সদস্য এবং যারা প্রাণে রক্ষা পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলেন, “১৮টি মূল্যবান আত্মা চুরি গেছে, তেরো জন আহত হয়েছেন”। তারা সকলেই ভালেঅবাসা , সেবা ও আত্মত্যাগের জীবন যাপন করেছেন “।

তিনি আরও বলেন , “ আমাদের রাজনীতি নির্বিশেষে, গুলির শিকার না হয়ে এবং নিহত না হয়ে বোলিং অ্যালেতে, রেস্টুরেন্টে , স্কুলে, গির্জায় এটি আমাদের স্বাধীনতাকে সুরক্ষা দেয়ার বিষয়”।

হোয়াইট হাউসের বন্দুক সহিংসতা প্রতিরোধ দপ্তরের প্রধান স্টিফ্যানি ফেল্ডম্যান এক বিবৃতিতে জানান যে বাইডেন, “ বন্দুক সহিংসতার সংক্রমণ যা আমাদের সমাজকে টুকরো টুকরো করে দিচ্ছে তা বন্ধ করতে এবং বন্দুক সুরক্ষা আইনের ব্যাপারে কংগ্রেসের উপর চাপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ”।

লুইস্টনে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এই ঘটনার যারা শিকার তাদের সাথে ব্যক্তিগত ভাবে দেখা করেন । সেই সঙ্গে তাঁরা অ্যাম্বুলেন্স টিম , নার্স এবং অন্যান্য যারা এই ঘটনায় সাড়া দিতে প্রথম সারিতে ছিলেন তাদের সঙ্গেও দেখা করেছেন। তাঁরা শেমিনগিস বার এন্ড গ্রীল এবং জাস্ট-ইন-টাইম বিনোদন কেন্দ্র পরিদর্শন করেন । সেখানেই মাত্র সপ্তাহখানেক আগে এই গুলি চালনার ঘটনা ঘটে।

মেইনের গভর্ণর জ্যানেট মিলস, যিনি বাইডেন দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি প্রেসিডেন্টকে, “গত সপ্তাহের ভয়াবহ ঘটনার প্রেক্ষাপটে আমাদের অবিচল সমর্থন দানের জন্য” তাঁর প্রশংসা করেন।

মিলস আরও বলেন, “ আমাদের এই কঠিন সময়ে আমাদের কাছে এসে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এ বিষয়টি পরিস্কার করে দিয়েছেন যে লুইস্টন ও মেইনের সঙ্গে রয়েছে সমগ্র দেশ আর সে জন্য আমি গভীর ভাবে কৃতজ্ঞ”।

তদন্তকারীরা বলছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর রিজারভিস্ট রবার্ট কার্ডকে মৃত অবস্থায় পাওয়া যায় । বাহ্যত এই হত্যাকান্ড ঘটানোর দু দিন পরে সে নিজেকেই হত্যা করে।

XS
SM
MD
LG