অগ্নিসংযোগের ঘটনায় তথ্য দিয়ে হামলাকারীদের ধরতে সহায়তাকারীদের ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, “কেউ যদি প্রমাণ দিয়ে দুর্বৃত্তদের ধরতে পুলিশকে সহায়তা করতে পারে, তাহলে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।" চলমান নাশকতামূলক অগ্নিসংযোগের কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।