বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিভিন্ন সমমনা বিরোধী দল এবং জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন সোমবারও, (৬ নভেম্বর) বেশ কিছু সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।অবরোধ শুরু হয়েছে রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে, শেষ হবে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টায়। কর্মসূচির মধ্যে রয়েছে সড়ক, রেল ও নৌপথ অবরোধ। এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২২৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সহিংসতার আশঙ্কায় রাজধানী ঢাকার সড়কে গণপরিবহনের উপস্থিতি ছিলো তুলনামূলকভাবে কম।গণপরিবহনের অভাবে অফিসগামী, শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের সমস্যা মোকাবেলা করতে হয়েছে। এছাড়া, বিভিন্ন জেলা থেকে মিছিল, পিকেটিং, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
নিরাপত্তায় ২২৮ প্লাটুন বিজিবি
বিএনপি এবং সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২২৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান।
৩০ ঘন্টায় ১৮টি অগ্নিসংযোগ
রবিবার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত সারাদেশে ১৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এর মধ্যে ঢাকা মহানগরী এলাকায় ১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ঢাকা বিভাগে ১৪টি এবং চট্টগ্রাম বিভাগে ৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ সময় ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি ও ১টি হিউম্যান হলার পোড়ানো হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৬টি ইউনিটের ২১৬জন দমকল কর্মী কাজ করেছেন।
চট্টগ্রামে পিকেটিং
বিএনপির দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামে চলছে কিকেটিং। নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়া, আনোয়ারায় একটি বাসে আগুন দেয়া হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) সকালে আনোয়ারার চাতরি চৌমুহনী বাজারে ট্রাফিক পুলিশ বক্স এলাকার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এই নিয়ে, ৭ ঘন্টার ব্যবধানে চট্টগ্রামে দু’টি বাস পুড়িয়ে দেয়া হলো।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মং সুইনু মামরা জানান, চাতরি চৌমুহনী বাজারে বাসে আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এর আগে, রবিবার রাত ১১টার দিকে নগরীর অক্সিজেন মোড়ে রেলগেট এলাকায় বাসে আগুন দেয়া হয়
রাজশাহী রেল স্টেশনে ককটেল
রাজশাহী রেল স্টেশনের মূল ফটকে দুটি ককটেল রেখে গেছে দুর্বৃত্তরা। এতে সাধারণ যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়নে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ককটেলগুলো নিস্ক্রিয় করেছেন। রবিবার (৫ ণভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে প্রহরীদের অগচরে স্টেশনে ককটেল দুটি রেখে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের প্রহরীরা বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়। এরপর বোম ডিসপোজাল টিম আসে। রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, দুটি ককটেল সাদৃশ্য বস্তুর খবর পেয়ে পুলিশের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশন ঘিরে রাখে। পরে রাত সাড়ে ১০টার দিকে ককটেল দুটি নিস্ক্রিয় করে বোম ডিস্পোজাল ইউনিট।”
খুলনায় বাসে আগুন
অবরোধ চলাকালে খুলনার রূপসায় পাকিং করা ‘মায়ের আচল’ নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়েছে। রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন জানান, “প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যোগদানের জন্য ব্যবহৃত বাসটিতে রাত ৮ টার দিকে আগুন দেয়া হয়। স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।”