অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংস্থা এবং অন্যান্য দাতব্য সংস্থা


শুহাদা আল-আকসা হাসপাতালে কেন্দ্রীয় গাজা উপত্যকার দেইর বালাহতে ইসরাইলের বোমা হামলায় নিহতদের মৃতদেহ নিয়ে শোক প্রকাশ করার সময় ফিলিস্তিনিরা জড়ো হচ্ছে। ৬ নভেম্বর, ২০২৩।
শুহাদা আল-আকসা হাসপাতালে কেন্দ্রীয় গাজা উপত্যকার দেইর বালাহতে ইসরাইলের বোমা হামলায় নিহতদের মৃতদেহ নিয়ে শোক প্রকাশ করার সময় ফিলিস্তিনিরা জড়ো হচ্ছে। ৬ নভেম্বর, ২০২৩।

  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে একটি ঝটিকা সফর করেছেন। এরপর সোমবার আলোচনার জন্য তুরস্কে যান তিনি।
  • ইসরাইল বলেছে, হামাসের ওপর আক্রমণ শুরু করার পর থেকে তারা ২,৫০০-এর বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

জাতিসংঘের সংস্থাগুলো এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিরল একটি যৌথ বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, "প্রায় এক মাস ধরে বিশ্ব ইসরাইল এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি দেখছে এবং নিহত ও বিচ্ছিন্ন মানুষের ক্রমবর্ধমান সংখ্যায় হতবাক ও আতংক অনুভব করছে।"

বিবৃতিতে বলা হয়েছে "হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে"। "এটি ভয়াবহ।"

সংস্থাগুলো উল্লেখ করেছে, ইসরাইলে কমপক্ষে ১৪০০ জন নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি মানুষ জিম্মি হয়েছে।

“গাজায় আরও বেশি বেসামরিক মানুষের ভয়াবহ হত্যাকাণ্ড হলো জুলুম; যেমনটা লাখ লাখ ফিলিস্তিনিকে খাদ্য, পানি, ওষুধ, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বিচ্ছিন্ন রাখা।”

বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, “যথেষ্ট হয়েছে। এটি এখন বন্ধ করতে হবে।”

বিবৃতি জারি করা দলের কয়েকটি সংস্থার মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচী, কেয়ার ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিল্ড্রেন এবং মার্সি কোর।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার দক্ষিণ ইসরাইলের র‍্যামন এয়ার ফোর্স ঘাঁটিতে পাইলটদের সাথে কথা বলার সময় তার বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন- "আমাদের জিম্মিদের ফিরিয়ে না দিলে কোনো যুদ্ধবিরতি হবে না।"

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইসরাইলি সামরিক অভিযানে ৯,৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে বলেছে, ৭ অক্টোবর থেকে এটি গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ১০২টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে। হামলায় "৫০৪ জন নিহত, ৪৫৯ জন আহত, ৩৯টি স্থাপনা এবং ৩১টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।"

জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, লক্ষ্যবস্তু করা হাসপাতালের অর্ধেকের বেশি গাজা শহরে অবস্থিত।

ভয়েস অফ আমেরিকার নাইকি চিং এবং জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ সেলডিন এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন। এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG