বাম তর্জনীতে চোটের কারণে ভারতে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগামী ম্যাচে আর খেলতে পারবেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
শ্রীলঙ্কার বিপক্ষে সোমবারের (৬ নভেম্বর) ম্যাচের পর এক্স-রে করে তার আঙুলে একটি চিড় ধরা পড়ে।তাই, টুর্নামেন্টের শেষ ম্যাচে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের সঙ্গে থাকবেন না এই অলরাউন্ডার। আগামী ১১ নভেম্বর পুনেতে অনুষ্ঠিত হওয়ার কথা এই ম্যাচ।
বাংলাদেশের জাতীয় দলের ফিজিও-বিশেষজ্ঞ বায়েজেদুল ইসলাম খান বলেন, “সাকিব তার ইনিংসের শুরুতে বাম তর্জনীতে আঘাত পান। পরে, আঙুলে টেপ পেঁচিয়ে, ব্যথানাশক ওষুধ ব্যবহার করে ব্যাটিং চালিয়ে যান তিনি।”
বায়েজেদুল ইসলাম খান জানান, পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। নিশ্চিত হয়, তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে।” উল্লেখ্য, চোট সত্ত্বেও, সাকিব ৬৫ বলে ৮২ রান করেন।