অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা; ডিসেম্বর থেকে কার্যকর


বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরি
বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরি

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

এর আগে, ২০১৮ সালে সর্বশেষ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিলো। সেই মজুরি কাঠামো অনুযায়ী, পোশাক শ্রমিকরা ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন। সেই মজুরি কাঠামোর তুলনায় এখন ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। মজুরি বৃদ্ধির হার ৫৬ দশমিক ২৫ শতাংশ।

উল্লেখ্য, ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে, গত কয়েক মাস ধরে আন্দোলন করছিলেন বাংলাদেশের পোশাক শ্রমিকরা। এই আন্দোলন, বাংলাদেশের বিভিন্ন স্থানে সহিংস রূপ নেয়। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। অন্যদিকে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা প্রস্তাব করেছিলো বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। আর, বিজিএমইএ জানিয়েছিলো, চলতি মাসে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলে, দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

XS
SM
MD
LG