অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল ত্রাণ সরবরাহ ও জিম্মি মুক্তির জন্য কৌশলগত যুদ্ধবিরতি বিবেচনা করতে রাজি, বলছেন নেতানিয়াহু


গাজা উপত্যকার খান ইউনিসে একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় হতাহতের ঘটনা ঘটে। (৭ নভেম্বর, ২০২৩)
গাজা উপত্যকার খান ইউনিসে একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় হতাহতের ঘটনা ঘটে। (৭ নভেম্বর, ২০২৩)

· বাইডেন ও নেতানিয়াহু টেলিফোনে গাজায় ইসরাইলি অভিযান ও মানবিক বিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

· নেতানিয়াহু বলেছেন, তিনি আশা করেন, অনির্দিষ্টকালের জন্য গাজায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে ইসরাইল।

  • গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।

  • জাতিসংঘের এবং অন্যান্য আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি বিরল যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় মানবিক সামগ্রী পৌঁছানোর জন্য বা হামাস জঙ্গিদের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে ইসরাইল সামরিক অভিযানে স্বল্পমেয়াদী বিরতির বিষয়টি বিবেচনা করবে। তবে হামাসের সাথে যুদ্ধ বিরতিতে তিনি রাজি নন।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, হামাসকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য অর্জনের পর অনির্দিষ্টকালের জন্য গাজায় ইসরাইলের “সার্বিক নিরাপত্তার দায়িত্ব” থাকবে।

হোয়াইট হাউস সোমবার জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহু এক ফোনালাপে গাজার বেসামরিক নাগরিকদের চলমান লড়াইয়ের এলাকা থেকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন। যুদ্ধের কৌশলগত বিরতির সম্ভাবনা, প্রয়োজনে বেসামরিক নাগরিকদের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে এবং সম্ভাব্য জিম্মিদের কীভাবে মুক্তি দেওয়া যায় তা নিয়ে কথা বলেন তারা।

বাইডেন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইলের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষা এবং সামরিক অভিযানের সময় বেসামরিক ক্ষতি হ্রাস করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। তিনি পশ্চিম তীরের পরিস্থিতি এবং সহিংস কর্মকাণ্ডের জন্য চরমপন্থী বসতি স্থাপনকারীদের জবাবদিহি করার প্রয়োজনীয়তার বিষয়েও কথা বলেন।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর জানিয়েছে, সোমবার ৯৩টি ট্রাক খাদ্য, ওষুধ, স্বাস্থ্য সামগ্রী ও পানি নিয়ে মিশর থেকে গাজায় প্রবেশ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইসরাইল, পশ্চিম তীর, জর্ডান, সাইপ্রাস, ইরাক ও তুরস্কে তার চার দিনের মধ্যপ্রাচ্য সফর সম্পর্কে তিনি যথাযথ অবহিত করবেন।

ডব্লিউএইচও, ইউনিসেফ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, কেয়ার ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন এবং মার্সি কোর সহ বিভিন্ন সংগঠন উল্লেখ করেছে, ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে ১,৪০০ মানুষ নিহত এবং ২০০ জনেরও বেশি জিম্মি হয়েছে। গাজায় আরও বেশি বেসামরিক নাগরিকের ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বলে মনে করে তারা। এজেন্সিগুলি বলছে, "২২ লক্ষ ফিলিস্তিনিকে খাদ্য, জল, ওষুধ, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বঞ্চিত করা হচ্ছে।”

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া।

XS
SM
MD
LG