অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন পদ সৃষ্টি করে পদোন্নতি পেলেন ২৯০ পুলিশ কর্মকর্তা


বাংলাদেশ পুলিশ লোগো।
বাংলাদেশ পুলিশ লোগো।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদায় ২৯০ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশের সাংগঠনিক কাঠামোতে অস্থায়ী সুপার নিউমারারি পদ সৃষ্টি করেছে সরকার।

সুপার নিউমারারি পদ বলতে বোঝায়—কোনো সরকারি কর্মকর্তাকে নির্দিষ্ট সময়ের জন্য পদ তৈরি করে সেখানে নিযুক্ত করা। এর মাধ্যমে, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে ১৪০টি এবং পুলিশ সুপার পদে ১৫০টি পদ সৃষ্টি করা হয়েছে।

এ ছাড়া, অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে নিয়মিত পদোন্নতি পেয়েছেন আরও ৩৯ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ১৫০ জন অতিরিক্ত এসপিকে সুপার নিউমারারি পদে এসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে এবং ১৪০ জন এসপিকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

নিয়মিত পদোন্নতির মধ্যে ১২ জন এসপিকে অতিরিক্ত ডিআইজি পদে এবং ১২ জন অতিরিক্ত এসপিকে এসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

XS
SM
MD
LG