অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা ও আশপাশের পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন


ঢাকা ও আশপাশের পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন
please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের এলাকায় ৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আশুলিয়া, সাভার, মিরপুর ও গাজীপুরসহ দেশের কিছু স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে বুধবার (৮ নভেম্বর) এক নারী শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন।

পোশাক শ্রমিকেরা তাদের মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে সারা দেশে বিক্ষোভ করছেন। এদিকে মঙ্গলবার তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করার ঘোষণা দিয়েছে সরকার।

XS
SM
MD
LG