ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে বৃহস্পতিবার রাশিয়ার সাথে আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো কুলেবা।
এক্স-এ (পূর্বনাম টুইটার) এক পোস্টে কুলেবা বলেছেন, "যারা যুক্তি দেয় যে, ইউক্রেনের এখন রাশিয়ার সাথে আলোচনা করা উচিত তারা হয় এ ব্যাপারে জানে না বা বিপথগামী, অথবা তারা রাশিয়ার পাশে আছে এবং আরও বড় আগ্রাসনের আগে পুতিনের জন্য বিরতি চায়।"
কুলেবা বলেছেন, ইউক্রেনের "এই ফাঁদে পা দেয়া উচিত নয় এবং দেবেও না।"
বুধবার ক্রেমলিন বলেছে, তারা আলোচনায় অংশ নেবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, যতক্ষণ না রাশিয়া ইউক্রেনের দখলকৃত এলাকা থেকে তাদের সকল সেনা প্রত্যাহার না করে ততক্ষণ পর্যন্ত তার পক্ষ আলোচনায় অংশ নেবে না।
বৃহস্পতিবার কুলেবা বলেন, ইউক্রেন এবং রাশিয়া ২০১৪ সাল থেকে ২০২২ সালের মধ্যে ২০০ দফা আলোচনা করেছে। সেগুলোর কোনোটিই রাশিয়াকে গত বছর ইউক্রেনে তাদের পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করতে বাধা দেয়নি।
এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি থেকে নেয়া হয়েছে।