অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ; ৩ শিল্পাঞ্চলে ১৩০ কারখানা বন্ধ


বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ; ৩ শিল্পাঞ্চলে ১৩০ কারখানা বন্ধ।
বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ; ৩ শিল্পাঞ্চলে ১৩০ কারখানা বন্ধ।

বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে, আশুলিয়া, সাভার ও ধামরাই শিল্পাঞ্চলের ১৩০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) কারখানাগুলোর প্রবেশপথে বন্ধের নোটিশ দেখা গেছে।

শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট মো. সারওয়ার আলম জানান, “সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ১৩০ টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।” সরেজমিনে দেখা গেছে, শিল্প এলাকাগুলোর বেশির ভাগ পোশাক কারখানা বন্ধ রয়েছে।

মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে, এক সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। গত ৭ নভেম্বর পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে সরকার। বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও পোশাক শ্রমিকরা এই মজুরি কাঠমো প্রত্যাখ্যান করেছে।

XS
SM
MD
LG