বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সরকারের তৈরি ভালো জিনিসগুলো শুধু কীভাবে ধ্বংস করতে হয়, বিএনপি ও তাদের মিত্ররা শুধু সেটাই জানে।” শনিবার (১১ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, “তারা (বিএনপি ও তার মিত্ররা) শুধু ধ্বংস করতে জানে, গড়তে নয়। আমরা সৃষ্টি করি আর তারা ধ্বংস করে। তাদের হৃদয় অন্ধকারে ভরে গেছে।” তিনি বলেন, “যারা অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ হত্যা করতে পারে; বাস, ট্রাক, ট্রেন জ্বালিয়ে দিতে পারে, তারা মোটেও অন্ধ নয়।”
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি ও এর সহযোগীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা সহ্য করা হবে না।”
এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার (১০ নভেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “বাংলাদেশ এখন উত্তর কোরিয়ার মতো নিষ্ঠুর একদলীয় শাসনের অধীনে রয়েছে।” তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যাওয়ার কয়েকদিন পর যুবদল নেতার মরদেহ পাওয়া যায়। এটাই এখন বাংলাদেশের দৃশ্যপট।”
রুহুল কবির রিজভী বলেন, “সরকার এখনো বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বিভিন্ন মামলায় জড়ানো অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করছে।”
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিএনপির ২০৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন রিজভী।