গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ অবসানের উপায় খুঁজে পেতে আরব দেশের নেতারা ও ইরানের প্রেসিডেন্ট আজ শনিবার সৌদি আরবে একটি শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।
এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান শুক্রবার বলেন, গাজা ভূখণ্ডের উত্তর অংশের ৪টি হাসপাতাল গত ২৪ ঘণ্টার মধ্যে হামলার শিকার হয়েছে। গাজা থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জোর করে বের করে দেওয়ার জন্য স্বেচ্ছায় হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে তিনি ইসরাইলকে করেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির মহাপরিচালক মারওয়ান জিলানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইন্টারনেটের মাধ্যমে রিমোট ব্রিফিং দেন। তিনি বলেন, “গাজার স্বাস্থ্যখাত আক্রান্ত হচ্ছে।”
জিলানি বলছেন আল-শিফা, আল-আওদা, আল-কুদস ও দ্য ইন্দোনেশিয়ান হসপিটাল হামলার শিকার হয়েছে। তিনি বলছেন, গাজা সিটির আল-কুদস হাসপাতালে এক ব্যক্তি নিহত ও অপর ২০ জন আহত হন। রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি হাসপাতালগুলো হাজার হাজার গাজাবাসীকে নিরাপদ আশ্রয় দেওয়ার চেষ্টা করছে।
জিলানি বলেন, “আমি গাজার যুদ্ধবিধ্বস্ত হাসপাতালগুলোর কর্মী, স্বেচ্ছাসেবক, জরুরি চিকিৎসা সেবা দল, ডাক্তার ও নার্সদের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি, আরও মৃত্যু ও দুর্ভোগ থেকে সবাইকে মুক্ত রাখতে যা করা দরকার, তা করুন।’
জিলানি সতর্ক করেন, দুই দিন আগে জ্বালানির অভাবে আল-কুদস হাসপাতালের মূল জেনারেটর বন্ধ হয়ে গেছে। জিলানি বলছেন, ৪০০ অসুস্থ ও আহত রোগীর পাশাপাশি ১৪ হাজার বাস্তুচ্যুত মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন।
রেড ক্রিসেন্ট প্রধান বলেন, “এই মুহূর্তে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন সব রোগী ও ইনকিউবেটরের শিশুদের জীবনের উপর গুরুতর ঝুঁকির সৃষ্টি হয়েছে।”
এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।