বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তাদের এক দফা দাবিতে আরও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে। রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টায় শুরু হয়েছে এই অবরোধ; শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত ৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
অগ্নিসংযোগ, উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা সত্ত্বেও, রাজধানী ঢাকার সড়কে গণপরিবহন ও যাত্রীদের উপস্থিতি আগের অবরোধের তুলনায় বেড়েছে। ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায়, সকালে অভিভাবকদের তাদের সন্তানদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেখা গেছে। ঢাকার রাস্তায় অধিক সংখ্যক রিকশা চলাচল করলেও, ব্যক্তিগত যানবাহন চলাচল করেছে কম। তবে, সড়কে গণপরিবহনের সংখ্যা বেড়েছে।
এর আগে শনিবার(১১ নভেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবরোধ সফল করার জন্য দেশবাসী ও বিএনপি সমর্থকদের প্রতি আহ্বান জানান। সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এই অবরোধের আওতাবহির্ভূত থাকবে বলে জানান তিনি।
১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ চলাকালে আইন শৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবরোধের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে, ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান শরিফুল ইসলাম। তিনি আরো জানান যে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
১০ ঘণ্টায় ৯টি অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে মোট ৯টি অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, “ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান, গাবতলী, নটরডেম কলেজের কাছে, রূপনগর, সূত্রাপুর ও মিরপুর এলাকায় ৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।” তিনি আরো জানান, “একই সময়ে গাজীপুর ও বরিশালে, যথাক্রমে একটি পিকআপ ভ্যান ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।”