অ্যাকসেসিবিলিটি লিংক

টিকটক নিষিদ্ধ করে নেপাল বলছে, এটি সামাজিক সম্প্রীতি ব্যাহত করে


চীনের বাইটড্যান্স কোম্পানির মালিকানাধীন টিকটক সম্প্রতি কয়েকটি দেশে প্রশ্নের মুখে পড়েছে।
চীনের বাইটড্যান্স কোম্পানির মালিকানাধীন টিকটক সম্প্রতি কয়েকটি দেশে প্রশ্নের মুখে পড়েছে।

নেপালের সরকার জনপ্রিয় সামাজিক মাধ্যম অ্যাপ টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা সোমবার বলেছে, এটি দেশের “সামাজিক সম্প্রীতি” ব্যাহত করছে।

মন্ত্রিসভার বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদ বলেছেন, অ্যাপটি অবিলম্বে নিষিদ্ধ করা হবে।

“সরকার টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কারণ, সামাজিক মাধ্যমকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, যেটা অশ্লীল কন্টেন্টের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও সদিচ্ছা নষ্ট করছে,” তিনি বলেন।

তিনি বলেন, সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহিতার আওতায় আনার জন্য সরকার কোম্পানিগুলোকে নেপালে নিবন্ধন করতে এবং একটি লিয়াজো অফিস খুলতে বলেছে। তাদের কর দিতে এবং দেশের আইন-কানুন মেনে চলতে বলা হয়েছে।

কী কারণে নিষেধাজ্ঞা দেয়া হল, বা টিকটক নেপালের অনুরোধগুলো মেনে চলতে অস্বীকার করেছিল কিনা, তা স্পষ্ট নয়। মন্তব্য চেয়ে কোম্পানিকে ইমেইল করা হলে সেটির তাৎক্ষণিক উত্তর পাওয়া যায়নি।

চীন নিয়ে উদ্বেগ

চীনের বাইটড্যান্স কোম্পানির মালিকানাধীন টিকটক সম্প্রতি কয়েকটি দেশে প্রশ্নের মুখে পড়েছে। এসব দেশে এমন উদ্বেগ সৃষ্টি হয়েছে যে চীন টিকটক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারে বা তার স্বার্থকে এগিয়ে নিতে অ্যাপটি ব্যবহার করতে পারে। এমন উদ্বেগের কারণে অ্যাপটি বেশ কয়েকটি দেশে তদন্তের সম্মুখীন হয়েছে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশ তাদের সরকারি ফোনে অ্যাপটিকে নিষিদ্ধ করেছে। তবে টিকটক বারবার এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, তারা কখনো চীন সরকারের সাথে তাদের ডেটা শেয়ার করেনি এবং তাদেরকে করতে বলা হলেও তারা তা করবে না।

নেপাল ২০১৮ সালে সমস্ত পর্নোগ্রাফিক সাইট নিষিদ্ধ করে।

XS
SM
MD
LG