অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৯ সালের বোমা হামলার ঘটনায় ইরানে তিনজনের ফাঁসি


সিস্তান-বেলুচিস্তান, ইরান
সিস্তান-বেলুচিস্তান, ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে ২০১৯ সালের বোমা হামলার দায়ে দোষী সাব্যস্ত, তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে।

২০১৯ সালে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে একটি থানা ও একটি টহল গাড়িতে বোমা হামলার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তিনজনের মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়।

প্রদেশটির প্রধান বিচারপতি আলী মোস্তফাভিনিয়ার উদ্ধৃতি দিয়ে বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, "জাহেদানে বোমা হামলাকারীদের সাজা আজ কার্যকর করা হয়েছে।

মোস্তফাভিনিয়া বলেন, অভিযুক্তদের “সামরিক প্রশিক্ষণ গ্রহণ, বোমা তৈরির উপকরণ স্থানান্তর ও তা লুকানোর” দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মিজানের ভাষ্যমতে মতে, তারা সুন্নি জিহাদি জায়েশ আল-আদল (সুবিচারের সেনা) গ্রুপের অংশ হওয়ার জন্যও দোষী সাব্যস্ত হয়েছিল। ২০১২ সালে এটি গঠিত হয় এবং ইরান "সন্ত্রাসী" সংগঠন হিসাবে একে তালিকাভুক্ত করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইরান প্রতি বছর চীন বাদে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করে।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) গ্রুপের নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ইরান ৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে যা কীনা গত আট বছরে সর্বোচ্চ সংখ্যা।

পাকিস্তান সীমান্তে অবস্থিত ইরানের দরিদ্র সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বছরের পর বছর ধরে মাদক চোরাচালানকারী চক্র, বালুচি সংখ্যালঘু বিদ্রোহী এবং সুন্নি মুসলিম চরমপন্থী গোষ্ঠীগুলির মধ্যে অস্থিরতা চলছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ সোমবার জানিয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র এক দলের সাথে সংঘর্ষে একজন সেনা সদস্য নিহত এবং অপর দুজন আহত হবার ঘটনা ঘটেছে।

জুলাই মাসে টহল দিতে গিয়ে চার পুলিশ সদস্য নিহত হন। এই একই মাসের শুরুতে , প্রদেশটিতে গ্রেনেড ও বন্দুকযুদ্ধে দুই জন পুলিশ সদস্য ও চারজন হামলাকারী নিহত হয়।পরে এই আক্রমণের দায় স্বীকার করেছে জায়েশ আল-আদল।

XS
SM
MD
LG