অ্যাকসেসিবিলিটি লিংক

ইইউর শীর্ষ কর্মকর্তা: ইউক্রেনকে আর্টিলারি প্রদানের প্রতিশ্রুতি মার্চের মধ্যে পূরণ হবে না


ইউক্রেনের একটি আর্টিলারি ব্রিগেড ইউক্রেনের ডনেস্ক অঞ্চলে বাখমুতের কাছে একটি জার্মান হাউইটজার প্যানজারহাউবিটজে ২০০০ গুলি চালাচ্ছে। ৫ ফেব্রুয়ারি,২০২৩। ফাইল ছবি।
ইউক্রেনের একটি আর্টিলারি ব্রিগেড ইউক্রেনের ডনেস্ক অঞ্চলে বাখমুতের কাছে একটি জার্মান হাউইটজার প্যানজারহাউবিটজে ২০০০ গুলি চালাচ্ছে। ৫ ফেব্রুয়ারি,২০২৩। ফাইল ছবি।

ইউরোপীয় ইউনিয়ন আগামী মার্চের মধ্যে ইউক্রেনকে এক মিলিয়ন আর্টিলারি শেল এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য পূর্বে যে সময়সীমা দিয়েছিল তার মধ্যে তা সরবরাহ করতে পারছে না।

.মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রীদের শীর্ষ সম্মেলনের আগে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ কথা স্বীকার করেন।

পিস্টোরিয়াসের মন্তব্য হলো ইইউর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম স্বীকারোক্তি যে, লক্ষ্য পূরণ হবে না। তবে অনেকে কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে এ ব্যাপারে সংশয় প্রকাশ করেছিলেন।

ইউক্রেনের আর্টিলারি শেলের প্রয়োজনীয়তা থাকায় মার্চ মাসে এই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কারণ রাশিয়ার আক্রমণকারী বাহিনীর সাথে প্রায় দুই বছরের যুদ্ধ অচলাবস্থায় পৌঁছেছে। এই প্রতিশ্রুতি ইউক্রেনে গোলাবারুদ সরবরাহ বৃদ্ধির জন্য তিন দফা কর্মসূচির একটি অংশ ছিল। প্রথম অংশে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর তাদের নিজস্ব মজুদ থেকে সরবরাহ প্রদানের কথা ছিল।

দ্বিতীয় অংশে ইইউ রাষ্ট্রগুলোকে সম্পৃক্ত করে একটি যৌথ ক্রয় উদ্যোগের অধীনে অস্ত্র-শিল্পক্ষেত্র থেকে নতুন শেল অর্ডারের কথা রয়েছে।

পিস্টোরিয়াস বলেন, ইইউ ইউক্রেনের জন্য অস্ত্র এবং গোলাবারুদ উৎপাদন বাড়াতে অস্ত্র নির্মাতাদের সাথে কাজ করছে।

রবিবার বার্লিনের একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের শাসক জোট পরের বছর ইউক্রেনের জন্য দেশটির সেনা সহায়তা দ্বিগুণ করে প্রায় ৮৫০ কোটি ডলার করতে নীতিগতভাবে সম্মত হওয়ার মাত্র দুদিন পরে তার স্বীকারোক্তি আসে।

পার্লামেন্টে স্কোলজের দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যদি পার্লামেন্ট দ্বারা অনুমোদিত হয়, এই বৃদ্ধিটি জার্মানির প্রতিরক্ষা ব্যয়কে তার মোট দেশীয় পণ্য লক্ষ্যমাত্রার ২ দশমিক ১ শতাংশে উন্নীত করবে। সূত্র বলেছে, এটি সমস্ত নেটো সদস্যদের দ্বারা প্রতিশ্রুত সহায়তা অর্থাৎ ২ শতাংশকে ছাড়িয়ে যাবে।

ইউক্রেনের প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য বিস্তৃত পশ্চিমা নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ হিসেবে চার বছরে বার্ষিক ৫০০ কোটি ডলার পর্যন্ত দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা দেয়ার বিষয়ে জার্মানিসহ একাধিক ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অনিচ্ছার মধ্যে জার্মানির এই প্রস্তাব এসেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার তার রাতের ভিডিও বক্তব্যে জাতিকে শীত ঘনিয়ে আসার সাথে সাথে ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার নতুন করে আক্রমণের জন্য প্রস্তুত হতে সতর্ক করে দিয়েছিলেন।

XS
SM
MD
LG