জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ গত মাসে লন্ডনে এক বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়ার পর বুধবার ব্রিটিশ আদালতে পাবলিক অর্ডার লঙ্ঘনের অভিযোগে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
গত ১৭ অক্টোবর তেল ও গ্যাস সম্মেলন চলাকালে একটি হোটেলের প্রবেশপথে বাধা দিলে ২০ বছর বয়সী ওই তরুণী ও কয়েক ডজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করে।
থানবার্গ ২০১৮ সালে সুইডেনে সাপ্তাহিক বিক্ষোভ শুরু করার পর থেকে জলবায়ু সক্রিয়তার পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি এখন সারা বিশ্ব ভ্রমণ করেন এবং মিছিল ও বিক্ষোভে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন।
গত ১৮ অক্টোবর লন্ডন পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং পরে জামিনে মুক্তি দেয়। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৩,০৬৯ ডলার পর্যন্ত জরিমানার সম্মুখীন হতে পারতেন তিনি।
ব্রিটেনে গ্রেফতার হওয়ার আগে এ বছরই তাকে সুইডেন, নরওয়ে ও জার্মানিতে বিক্ষোভ থেকে পুলিশ আটক অথবা বহিষ্কার করেছিল।