অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশিরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে—ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি


ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি
ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে বলে নিজ দেশের অবস্থান পুর্নব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নয়া দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা বারবার বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি, এটি এমন একটি বিষয় যা বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে”।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এবং তাদের গণতান্ত্রিক ব্যবস্থা এ বিষয়ে কাজ করবে। “আমার মনে হয় আমি এটা অনেকবার বলেছি”।

কোনো একটি রাজনৈতিক দল নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করার বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নে অরিন্দম বাগচি কোনো মন্তব্য করেননি।

ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন ঢাকার অভ্যন্তরীণ বিষয় এবং তাদের ভবিষ্যত নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ।

এদিকে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা সম্প্রতি নয়া দিল্লিতে পঞ্চম বার্ষিক ভারত-যুক্তরাষ্ট্র ২+২ মন্ত্রী পর্যায়ের সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, “আমরা আঞ্চলিক ইস্যু নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছি এবং বাংলাদেশের উদ্বেগের ক্ষেত্রে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্টভাবে তুলে ধরেছি”।

দ্বিপক্ষীয় ২+২ বৈঠকে সাধারণত দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দেশটির পক্ষ থেকে প্রধান অংশগ্রহণকারী ছিলেন।

সংবাদ সম্মেলনে ২+২ সংলাপে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন করা হয়।

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য করা ভারতের কাজ নয়। তিনি বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে ভারত। একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল দেশের রূপকল্পকে সমর্থন অব্যাহতও রাখবে নয়া দিল্লি।

এর আগে ভারত বলেছিল, তারা বাংলাদেশের 'স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল' জাতির রূপকল্পকে সমর্থন অব্যাহত রাখবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ব্রিফিংয়ে আরও বলেন, “বাংলাদেশের জনগণই নিজেদের ভবিষ্যত নির্ধারণ করবে। ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি”।

XS
SM
MD
LG