১৬ নভেম্বর বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী গাজা ভূখন্ডে একটি ভবন ধ্বংস করার ফুটেজ প্রকাশ করেছে। তাদের দাবি, এটি ছিল হামাস নেতা ইসমাইল হানিয়াহের বাসভবন।
এক বিবৃতিতে ইসরালের প্রতিরক্ষা বাহিনী বলেছে, হানিয়াহের বাড়িটি ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনার জন্য হামাস সদস্যদের মিলিত হবার স্থান হিসেবে ব্যবহৃত হতো।
হানিয়েহ গাজা ভূখন্ডের বাইরে ছিলেন বলে মনে করা হচ্ছে। এই মাসের শুরুতে হামাসের এক ভিডিও বার্তায় দাবি করা হয় যে, তিনি কাতারে ছিলেন। এটিই ছিল তার সর্বসাম্প্রতিক উপস্থিতি। (এপি)