বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, “জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য, বাংলাদেশ তার সমর্থন প্রসারিত করতে প্রস্তুত। আর, আসিয়ানের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আগ্রহী।” বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায়, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত, আসিয়ান কূটনীতিকদের একটি কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আব্দুল মোমেন বলেন, “আমরা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং মানব মূলধন উন্নয়নে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের গুরুত্ব স্বীকার করি।” তিনি বলেন, “টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, প্রযুক্তি, কৃষি, সুনীল অর্থনীতি এবং নবায়নযোগ্য জ্বালানির মতো ক্ষেত্রে, বন্ধুপ্রতিম আসিয়ান দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সুযোগ অনুসন্ধানের জন্য আগ্রহী বাংলাদেশ।”
তিনি বলেন, “আমরা দক্ষিণ এশীয় এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য আঞ্চলিক সংযোগের কেন্দ্র হতে কাজ করছি। বাংলাদেশ আসিয়ানের সদস্য রাষ্ট্র ও তাদের জনগণের সঙ্গে সম্পর্ক গভীর করতে, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার (এসডিপি) হতে আগ্রহী।”
ড. মোমেন বলেন, “আমাদের আপেক্ষিক শক্তি, প্রাসঙ্গিকতা এবং আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ইচ্ছা প্রদর্শনের জন্য, আমরা আসিয়ান সচিবালয়ের সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ নিয়েছি।” সম্মিলিত নিরাপত্তা, শান্তি ও অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে আসিয়ান প্রক্রিয়া এবং এর কেন্দ্রীয় ধারণার প্রতি বাংলাদেশের অঙ্গীকার ও অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “একসঙ্গে আমরা আমাদের জনগণের জন্য একটি উজ্জ্বল এবং আরো সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে পারি।” বাংলাদেশের কূটনীতিকরা আগামী দিনগুলোতে এই লক্ষ্য অর্জনে আসিয়ান সহকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন আব্দুল মোমেন।