বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ফিলিস্তিনে চলমান সংঘাত অবসানের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।” শুক্রবার (১৭ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে ভারত আয়োজিত দ্বিতীয় ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিটে দেয়া ভাষণে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, “আমি নির্মম হত্যাযজ্ঞের মুখে অসহায় ফিলিস্তিনিদের মর্মান্তিক, অমানবিক অস্তিত্বের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমাদের সকলের এক বিশ্ব হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সংঘাতের অবসানের দাবি জানানোর সময় এসেছে।”
তিনি বলেন, “ মূলত জাতিগুলোর মধ্যে বিশ্বাসের ঘাটতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার অভাব, ইউরোপে চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনে গণহত্যার দিকে পরিচালিত করেছে। এই সংঘাতগুলো, যুদ্ধরত দেশ এবং জড়িত আন্তর্জাতিক অংশের মধ্যে সত্যিকারের বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধা তৈরি করার জরুরি প্রয়োজনের প্রতি আহ্বান জানায়।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের বিশ্ব অসহনীয় দারিদ্র্য, অনাকাঙ্ক্ষিত বৈষম্য, অসহনীয় সন্ত্রাসবাদ এবং জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর হুমকিতে জর্জরিত। গ্লোবাল সাউথের জনগণের জন্য নতুন চ্যালেঞ্জ ও ক্রমবর্ধমান কষ্টের সঙ্গে এখন নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা দেখা দিয়েছে।”
শেখ হাসিনা বলেন, “এই সংকটময় সময়ে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সবার প্রবৃদ্ধি অর্জনের জন্য সবার আস্থা জোরদার করতে হবে। গ্লোবাল সাউথ আমাদের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত; যদিও এটি প্রায়শ বিভিন্ন আর্থ-সামাজিক চ্যালেঞ্জের ঝুঁকিতে থাকে।”
সবার আস্থার ভিত্তিতে, আরো ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের ওপর জোর দেন শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, বিনামূল্যে আবাসন, কমিউনিটি স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজন অর্জনে গ্লোবাল সাউথের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত রয়েছে।