অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রবৃদ্ধি মানে ভারতের প্রবৃদ্ধি: হর্ষবর্ধন শ্রিংলা


ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, (ফাইল ফটো)
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, (ফাইল ফটো)

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, “বাংলাদেশের উন্নয়ন মানে ভারতেরও উন্নয়ন, বাংলাদেশের প্রবৃদ্ধি, ভারতেরও প্রবৃদ্ধি।” স্যামুয়েল রিচার্ডের 'বাংলাদেশ: ফ্রম বাস্কেট কেস টু এশিয়ান টাইগার' বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, “সবসময় একটি শক্তিশালী, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের পাশে রয়েছে ভারত।” তিনি আশা প্রকাশ করেন, “দুই দেশ পারস্পরিক সুবিধা অর্জনের জন্য অনন্য অংশীদারিত্ব অব্যাহত রাখবে। আর, এটি একমুখী ট্র্যাফিক হওয়া উচিত নয়।”

শ্রিংলা বইটির আলোচনায় অংশ নেন এবং বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের অব্যাহত অগ্রগতির প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। অন্য আলাচক অধ্যাপক ড. প্রবীর দে বলেন, “আন্তঃসংযোগই বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম প্রধান উপাদান।”

XS
SM
MD
LG