বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
জয়নাল আবেদীন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক বেলজিয়াম ও সৌদি আরব সফরসহ বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। জয়নাল আবেদীন আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্রাসেলস ও জেদ্দা সফর বিষয়ে দু’টি প্রতিবেদনও রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইনের আমন্ত্রণে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ৩ দিনের সফরে গত ২৪ অক্টোবর বেলজিয়াম যান। পরে, তিনি জেদ্দায় ৬-৮ নভেম্বর অনুষ্ঠিত, ইসলামে নারী: মর্যাদা ও ক্ষমতায়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাম্প্রতিক সফল বিদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রেস সচিব জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেন।