অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড


স্কটল্যান্ডের ঢাকা সফররত সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ নভেম্বর, ২০২৩।
স্কটল্যান্ডের ঢাকা সফররত সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ নভেম্বর, ২০২৩।

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড। দেশটির ঢাকা সফররত সংসদীয় প্রতিনিধি দল সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের এ আগ্রহের কথা জানান।

স্কটল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপ (সিপিজি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন; মাইলস ব্রিগস, এভলিন টুইড, জুনেদ হুসাইন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মো. লুৎফুর রহমান।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। তিনি জানান যে ফয়সল চৌধুরী বলেছেন, “ইংরেজি ভাষায় শ্রমিকদের দক্ষতার অভাব তাদের নিয়োগের ক্ষেত্রে বাধা হিসেবে দেখা হচ্ছে।” ফয়সল চৌধুরী আরো বলেছেন, “স্কটল্যান্ড বাংলাদেশের কৃষি খাতেও বিনিয়োগ করতে চায়।”

শেখ হাসিনা প্রতিনিধি দলকে জানান, তার সরকার দেশের বাইরে যেতে ইচ্ছুক জনশক্তির দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভাষা, বৃত্তিমূলক কাজ ও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন স্কটল্যান্ডের পার্লামেন্ট সদস্যরা । তারা বলেন, “প্রবাসী বাংলাদেশিরা স্কটল্যান্ডের মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত এবং বর্তমানে সেখানে প্রায় ২০০ জন নির্বাচিত কাউন্সিলর রয়েছেন।”

XS
SM
MD
LG