বাংলাদেশের কক্সবাজার জেলার ৩ নম্বর উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে, দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, রবিবার(১৯ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সৈয়দ আমিন। তিনি উখিয়া ৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, “রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের আরসা ও আরএসও'র সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। তাদের গুলিতে একজন নিহত হয়েছেন। পরে, এপিবিএনের একটি দল ঘটনাস্থলে যায়। সে সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।”