অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
বুধবার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ ঘোষণা দেন।
মুজিবুল হক দলের চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ৩০০ আসনেই প্রার্থী দেবে দলটি।
মুজিবুল হক বলেন, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে বলে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার আশ্বাসের ভিত্তিতে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
মুজিবুল হক বলেন, কোনো জোটে না গিয়ে দলটি প্রতিটি আসনে স্বতন্ত্রভাবে লড়বে।
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি কোনো জোটে যাবে না। আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব।”
মুজিবুল হক বলেন, “দুপুর পর্যন্ত আমরা প্রায় ১ হাজার ৪০০টি মনোনয়ন ফরম বিক্রি করেছি। প্রায় প্রতিটি আসনে একাধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।”
মুজিবুল হক বলেন, দল এবার কোনো আসনে আপস করবে না।
তিনি বলেন, “আমরা কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগিতে জড়িত হব না।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতিকে সমর্থন করে, দুর্নীতির অভিযোগমুক্ত একটি পরিচ্ছন্ন রেকর্ড বজায় রাখে। আমরা ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য নিয়েছি।”