অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি অব্যাহত থাকবে—পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন


মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে জাতীয় টাস্কফোর্সের বৈঠক। ২২ নভেম্বর, ২০২৩।
মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে জাতীয় টাস্কফোর্সের বৈঠক। ২২ নভেম্বর, ২০২৩।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে স্থায়ী ও স্বেচ্ছায় প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি অব্যাহত থাকবে।

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকবিষয়ক জাতীয় টাস্কফোর্সের ৪৩তম বৈঠকে তিনি এ কথা বলেন।

বুধবার (২২ নভেম্বর) মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য মানবিক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

XS
SM
MD
LG