অ্যাকসেসিবিলিটি লিংক

ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধঃ কাভার্ডভ্যান, ট্রেন ও বাসে আগুন


বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ দফার অবরোধ চলাকালে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ষষ্ঠ দফার অবরোধ চলাকালে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বাংলাদেশে এক দফা দাবি আদায়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধী দলগুলোর দেশব্যাপী ডাকা ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে কাভার্ডভ্যান, ট্রেন, বাস ও পিকআপভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরে পোশাক কারখানার সুতাবাহী দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুটি কাভার্ডভ্যান গাজীপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ৮/১০ জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে গতিরোধ করে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, “অবরোধ সমর্থকেরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় । ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।”

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

সিলেটে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা। ২২ নভেম্বর, ২০২৩।
সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা। ২২ নভেম্বর, ২০২৩।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম। তিনি বলেন, ট্রেনের তাপানুকূল চেয়ার (খ) বগিতে আগুন লাগে। সেখানে অন্তত ২৩টি আসন আগুনে পুড়ে গেছে।

নুরুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান । আমাদের লোকজন ও দমকল কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় কোনো দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়।”

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত আমরা যা দেখলাম, তাতে অবশ্যই নাশকতা । যারাই এটা করেছে অবরোধের নামে নাশকতা করছে। তারা রাষ্ট্রীয় সম্পদ রেলের ক্ষতি করছে, জনগণকে হয়রানি করছে।”

তিনি আরও বলেন, “আমরা তাদেরকে ধরে দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।”

ঢাকার বিজয়নগরে বাসে আগুন

রাজধানী ঢাকার বিজয়নগর এলাকায় আজমেরি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৩ মিনিটে ওই এলাকার নাইটিঙ্গেল মোড়ে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যায় বলে জানান তিনি।

কুষ্টিয়ায় পুলিশের জব্দ করা বাসে আগুন

কুষ্টিয়ায় মহাসড়কের পাশে হাইওয়ে থানার সামনে রাখা হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এতে বাসের বেশির ভাগ অংশই পুঁড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় মহাসড়কের পাশে হাইওয়ে থানার সামনে রাখা হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা। ২২ নভেম্বর, ২০২৩।
কুষ্টিয়ায় মহাসড়কের পাশে হাইওয়ে থানার সামনে রাখা হানিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা। ২২ নভেম্বর, ২০২৩।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়।

চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করে তাদের থানার সামনে রাখে। ওই বাসটিতে বুধবার রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা বলেন, “বাসে আগুন ধরেছে, এটা ঠিক । নাশকতা না অন্য কোনো কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, “বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।”

কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী পিকআপভ্যানে আগুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পিকআপভ্যানের চালক মান্নান মিয়া শরীয়তপুরের বাসিন্দা।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন লাগার ঘটনা। ২৩ নভেম্বর, ২০২৩।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে আগুন লাগার ঘটনা। ২৩ নভেম্বর, ২০২৩।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করেন বিএনপি ও সহযোগী দলের নেতা-কর্মীরা। পরে সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তরা ছয়সূতি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী পিকআপভ্যানের চালককে নামিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে সাধারণ মানুষের সহযোগিতায় আগুন নেভালেও, পিকআপভ্যানের অনেকাংশ পুড়ে যায়।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রাক ফেরত যায়।

সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও, পরে পুলিশের সহযোগিতায় স্বাভাবিক হয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ভোরে রাস্তা অবরোধ করে পিকআপভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ সেখানে গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পুলিশ অবস্থান করছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

XS
SM
MD
LG