বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনের রুশ-অধিকৃত জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় আহত হয়ে তাদের একজন সাংবাদিক মারা গেছেন।
বরিস মাকসুদভ জাপোরিঝিয়াতে কাজ করার সময় আঘাত পেয়েছেন- রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের এমন ঘোষণার একদিন পর রাশিয়ান নেটওয়ার্ক তার মৃত্যুর ঘোষণা দেয়।
এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার গুলিবর্ষণে দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছে।
কর্মকর্তারা বলেছে, যে অঞ্চলে রাশিয়া গুলিবর্ষণ করেছে সেখানে একটি আবাসিক ভবন রয়েছে।চ
বুধবার রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মিত্রদের কাছ থেকে পাওয়া নতুন সামরিক সহায়তা প্যাকেজের সংবাদ তুলে ধরেন। তিনি বলেন, এর মধ্যে তার দেশের বিমান প্রতিরক্ষার জন্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
জেলেন্সকি বলেন, এই সহায়তা ইউক্রেনের নগর ও শহরগুলোকে রাশিয়ার আক্রমণ থেকে আরও ভালোভাবে রক্ষা করবে। তিনি আরও বলেন, “ইউক্রেনের বিমান প্রতিরক্ষা প্রতি মাসে আক্ষরিক অর্থে আরও শক্তিশালী হয়ে উঠছে।”
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।