অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: ভোটের আগে সীমান্তে সতর্কতা বাড়াবে বিজিবি-বিএসএফ


বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ফাইল ছবি।

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের সময় বা তার আগে, নাশকতার ঝুঁকি এড়াতে, অভিন্ন সীমান্তে সতর্কতা জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। রবিবার (২৬ নভেম্বর) এ কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একথা জানান। তিনি বলেন, “দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী; বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কঠোর নজরদারি করতে সম্মত হয়েছে।”

পররাষ্ট্র সচিব সম্প্রতি সীমান্ত থেকে বোমা তৈরির উপকরণের কয়েকটি চালান জব্দ করার কথা উল্লেখ করেন।শুক্রবার (২৪ নভেম্বর) নয়াদিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক করেন মাসুদ বিন মোমেন।

বৈঠকে, দুই দেশ সীমান্ত ও নিরাপত্তা, ব্যবসা, বাণিজ্য ও সংযোগ, পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ, ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) উপআঞ্চলিক, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেছে।

XS
SM
MD
LG