বিএনপি নির্বাচনে যোগ দিতে চাইলে, আগামী সাধারণ নির্বাচনে পুনঃতফসিল হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “আমরা নির্বাচন পেছানোর কথা বলতে পারছি না; তবে নির্বাচন কমিশনারগণ বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে পুনঃতফসিল করা যেতে পারে।” নির্বাচনে অংশ নিতে বারবার অনুরোধ করা হলেও, বিএনপি রাজি হয়নি বলে জানান তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, “এখনো সময় আছে এবং সমঝোতার মাধ্যমে এটি আমাদের জন্য সহজ হতে পারে। আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তারা (বিএনপি) নির্বাচনে এলে, এটা পুরো জাতির জন্য আনন্দের বিষয় হবে বলে আমি আশা করি।”
নির্বাচন পুনঃতফসিল করার পর তাদের (বিএনপি) সময় দেয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, “নির্বাচনের স্বার্থে, যা ভালো, যা করা উচিৎ, আমরা তাই করবো এবং আমাদের এখতিয়ার অনুযায়ী সবকিছু করবো।”