অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: শেখ হাসিনার নির্দেশনায় ডামি প্রার্থী দিতে বাধা নেই, জানালেন ওবায়দুল কাদের


ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৭ নভেম্বর, ২০২৩।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৭ নভেম্বর, ২০২৩।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়া একটি ‘কৌশলগত সিদ্ধান্ত।‘

সোমবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে, শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ সময়ের প্রয়োজনের আলোকে কৌশল পরিবর্তন করে এগিয়ে যাচ্ছে। দলীয় প্রধানের (শেখ হাসিনা) গাইডলাইন অনুসরণ করে ডামি প্রার্থী দিতে কোনো বাধা নেই।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (২৬ নভেম্বর) দলের মনোনয়নপ্রার্থী নেতাদের হুঁশিয়ার করে দেন, যাতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত না হন।

‘’কেউ প্রতিদ্বন্দ্বীতা ছাড়া পাস করতে পারবে না’’, শেখ হাসিনা বলেন, ‘’যদি অন্য কোন দলের প্রার্থী না থাকে, তাহলে প্রতিটি প্রার্থীর সাথে দলের একটি ডামি প্রার্থী থাকবে।‘’

বিএনপির বিরুদ্ধে অভিযোগ

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সঙ্গীর দরকার নেই, কারণ, ‘’জনগণ আমাদের শক্তি।‘’

‘’অপকর্মের জন্য বিএনপির সহযোগী দরকার,” তিনি বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি নির্বাচন ‘বানচালের ষড়যন্ত্র’ করছে।

“বিক্ষিপ্ত বোমা হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে এই নির্বাচন বানচাল করা যাবে না,’’ তিনি বলেন।

XS
SM
MD
LG