আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে ২৮৯টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)।
সোমবার (২৭ নভেম্বর) দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, রাজধানী ঢাকার বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মুজিবুল হক চুন্নু জানান, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
জাতীয় পার্টির মহাসচিব জানান যে, ময়মনসিংহ-৪ আসন খালি রাখা হয়েছে। ওই আসনে রওশন এরশাদ লড়বেন বলে তিনি জানান ।
তিনি বলেন, “তার জন্য ওই আসন খালি রাখা হয়েছে। আর, সাদ এরশাদ দলের কাছে মনোনয়ন চাননি।”
ঘোষিত তালিকা অনুযায়ী, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের স্ত্রী শরিফা কাদের পেয়েছেন ঢাকা-১৮ আসনের মনোনয়ন। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মুজিবুল হক চুন্নু আরো জানান যে এক এমপিকে মনোনয়ন দেয়া হয়নি। এছাড়া আর কাউকে বাদ দেয়া হয়নি।
নির্বাচনী পরিবেশ ভালো হলে এবং ভোটাররা কেন্দ্রে আসতে পারলে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করেন তিনি।
মনোনয়ন ঘোষণা কেন দেরি হলো, এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, “দলে অনেক ত্যাগী নেতা যেমন রয়েছেন, তেমনি, অনেক নতুন যোগ্য নেতা তৈরি হয়েছে। নবীন-প্রবীণ সমন্বয় করে প্রার্থী বাছাই করতে সময় লেগেছে।”