অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের প্রেসিডেন্টের তুরস্ক সফর বাতিল


ফাইল- তেহরানের ইসলামিক রিভ্যুলেশান স্কোয়ারে ইসরাইল বিরোধী এক সমাবেশে ভাষণ দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। অক্টোবর ১৮,২০২৩।.
ফাইল- তেহরানের ইসলামিক রিভ্যুলেশান স্কোয়ারে ইসরাইল বিরোধী এক সমাবেশে ভাষণ দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। অক্টোবর ১৮,২০২৩।.

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন না। এই কথাটি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্টের দপ্তর , তবে এর কোন কারণ জানায়নি। এর আগে ঘোষণা করা হয়েছিল রায়সি মঙ্গলবার আংকারায় যাবেন ।

এ মাসের গোড়ার দিকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্টের এই সফরের ঘোষণা দেন। তিনি বলেন এই দুই নেতা ইসরাইল-হামাস যুদ্ধ সম্পর্কে তাদের যৌথ প্রতিক্রিয়া প্রস্তুতের উপর জোর দেবেন।

সৌদি আরবের রিয়াদে ১১ নভেম্বরের আঞ্চলিক সম্মেলন থেকে ফিরে আসার পথে বিমানে এরদোয়ান সংবাদদাতাদের বলেন, “ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বে মাসের ২৮ তারিখে আমাদের দেশে আসছেন”।

তুরস্কের সরকারী রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই ঘোষনা প্রচার করা হয় এবং সোমবার পর্যন্ত তুরস্কের টেলিভিশনে বিষয়টি নিয়ে ব্যাপক ভাবে আলোচনা করা হয়।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর আরও জানিয়েছে এরেদায়ান রবিবার রাইসির সাথে ফোনে আলাপ করেন।

তাৎক্ষণিক ভাবে এটা জানা যায়নি যে সফরটি কি বাতিল করা হয়েছে নাকি আপাতত: স্থগিত করা হয়েছে।

XS
SM
MD
LG