টেস্ট ম্যাচে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের অভিষেক ঘটেছে সেঞ্চুরি দিয়ে। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ ওভারে এজাজ প্যাটেলের বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তিনি। এই সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তৃতীয় দিন শেষে নাজমুল ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে অপরাজিত থাকায় দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২১২ রানে।
২৪ ম্যাচের ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটে শান্তর এটি পঞ্চম সেঞ্চুরি। উল্লেখ্য, শান্তর পাঁচটি টেস্ট সেঞ্চুরির তিনটিই চলতি বছরে হয়েছে।
প্রথম ইনিংসে উইকেটের পাশাপাশি কয়েকটি বাউন্ডারি মেরে দারুণ শুরু করেছিলেন শান্ত। কিন্তু বেশি রান করতে পারেননি। তিনি গ্লেন ফিলিপসের ফুল টসের শিকার হয়েছিলেন।
তৃতীয় দিনে রান আউটে দুটি উইকেট পড়ে যায় বাংলাদেশের।
কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৩১৭ রান নিয়ে আগের ইনিংসটি শেষ করে।
বাংলাদেশের বোলার তাইজুল ইসলাম ৪টি ও মুমিনুল হক ৩টি উইকেট নেন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানের জুটিতে প্রথম ইনিংসে ৩১০ রান তোলে বাংলাদেশ।
গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের হয়ে চার উইকেট নিয়ে তাঁর দুই ম্যাচের টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিংয়ের মর্যাদায় আসীন হন।