ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাতের বেলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে রাশিয়া আরও তীব্র হামলা চালাতে পারে বলে উদ্বেগ বাড়ছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আইহোর ক্লিমেঙ্কো বৃহস্পতিবার বলেন, এই ক্ষেপণাস্ত্র হামলায় চার শিশুসহ দশজন আহত হয়েছে। ধ্বংসাবশেষের মধ্যে আটকে রয়েছে আরও পাঁচজন।
ক্লিমেঙ্কো আরও বলেন, পকরোভস্কে ১৩ ও ১৬ বছর বয়সী দুই ছেলের পাশাপাশি ৬ মাসের এক শিশু আহত হয়েছে।
একটি অ্যাপার্টমেন্ট ব্লক, নয়টি ব্যক্তিগত বাড়ি, একটি থানা, একাধিক গাড়ি ও গ্যারাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুই বছরের সংঘর্ষে দোনেৎস্ক শিল্পাঞ্চলে বেশ কিছু ভয়ঙ্কর লড়াই হয়েছে। প্রসঙ্গত, এই অঞ্চলকে গত বছর দখল করেছে বলে দাবি করে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বুধবার জানিয়েছেন, তাদের বাহিনী খ্রোমভ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। এই গ্রামকে রাশিয়া আর্তিয়োমভস্কো বলে থাকে।
দোনেৎস্ক অঞ্চলে তীব্র লড়াইয়ের একদিন পর অর্থাৎ বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকী বলেন, সাম্প্রতিক এক ঝড়ের পর দেশের দক্ষিণাঞ্চলে সামরিক কমান্ডার ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন।
ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র ওলেকসান্দর স্টুপুনের বক্তব্য অনুযায়ী, চলতি সপ্তাহে আবহাওয়ার অবস্থার উন্নতি হচ্ছে। এর ফলে আক্রমণ বাড়ানোর সুযোগ পাচ্ছে রাশিয়া।
তিনি আরও বলেন, “শত্রুপক্ষ গোলাবর্ষণ ও বিমান হামলা দ্বিগুণ করেছে। তারা স্থলভাগে পদাতিক আক্রমণকেও তীব্র করেছে এবং সাঁজোয়া গাড়ি ব্যবহার করছে।”