৩০ নভেম্বর, বৃহস্পতিবার কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। সেখানকার শহর ও গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়েছে।
গুরুতর অবস্থার ফলে এই সপ্তাহে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
কেনিয়ায় অক্টোবর মাসে প্রবল বৃষ্টি শুরু হওয়ার পর থেকে অন্তত ৪০ হাজার মানুষ নিজেদের ঘর ছাড়তে বাধ্য হয়েছে। (এপি)