অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার: চলমান পরিস্থিতি 'পর্যবেক্ষণ করছে বাংলাদেশ '


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া ব্রিফিং-এ বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ৩ ডিসেম্বর, ২০২৩।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া ব্রিফিং-এ বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ৩ ডিসেম্বর, ২০২৩।

মিয়ানমারের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ; আর, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ কথা জানান। তিনি বলেন, “রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য বর্তমানে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের ত্রিপক্ষীয় উদ্যোগ চলছে।”

মিয়ানমারের পরিস্থিতির উন্নতি হলে, শিগগিরই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন শুরু হবে বলে সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান মোহাম্মদ রফিকুল আলম।

তিনি বলেন, “জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসন শুরু করার লক্ষ্যে, রাখাইনে ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা কী কী সুবিধা ভোগ করবে, সে সম্পর্কে ধারণা দেয়া হয়েছে তাদের।”

চলতি বছরের আগস্ট মাসে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন যে বাংলাদেশ সরকার এই বছর প্রাথমিকভাবে এক হাজার জনকে ফেরত পাঠানোর মাধ্যমে, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করতে চায়।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন শুরু করতে আরো বিলম্ব ও মানবিক সহায়তার ঘাটতি সমগ্র অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাদের টেকসই প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেয়া চালিয়ে যেতে হবে।

XS
SM
MD
LG