আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর কাছ থেকে আরো ১০৮ কোটি ডলার ঋণ পেতে পারে বাংলাদেশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয় সূত্র এ কথা জানিয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “আগামী ১২ ডিসেম্বর এডিবি বোর্ড সভায় বাংলাদেশের জন্য ৪০ কোটি ডলারের একটি ঋণ প্রস্তাব উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।”
নাম প্রকাশ না করে তিনি আরো জানান, “একই দিনে আইএমএফ-এর বোর্ড সভায়, বাংলাদেশের জন্য অনুমোদিত ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি, ৬৮ কোটি ১০ লাখ ডলার ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংস্থাটি।”
উভয় ঋণ প্রস্তাব আগামী সপ্তাহে অনুমোদন পেলে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ১০৮ কোটি ডলার যোগ হতে পারে। এই অর্থ প্রবাহ, বৈদেশিক মুদ্রার ঘাটতিতে কিছুটা স্বস্তি আনবে। যা আমদানি বিল পরিশোধ এবং বাংলাদেশের নাগরিকদের বিদেশে শিক্ষা ও চিকিৎসার অর্থ প্রদানের জন্য প্রয়োজনীয় ডলারের ঘাটতি মেটাবে অনেকখানি।