অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দশম দফার অবরোধ চলছে বাংলাদেশে


বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। ৬ ডিসেম্বর, ২০২৩।
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। ৬ ডিসেম্বর, ২০২৩।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচি অগ্নিসংযোগের ঘটনাসহ চলছে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর এই অবরোধ কর্মসূচি।

৩১ অক্টোবর থেকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা এটি ১০ম অবরোধ।

এই অবরোধ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টায় শেষ হবে।

উত্তেজনা ও অগ্নিসংযোগের আশঙ্কা সত্ত্বেও ঢাকার রাস্তায় গণপরিবহন ও যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক দেখা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাস্তায় টহল দিতে দেখা গেছে এবং ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের মোতায়েন করা হয়েছে।

গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন অবরোধের আওতাবহির্ভূত থাকবে।

এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলো ৯ দফায় অবরোধ পালন করে।

ঢাকার খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন

এদিকে বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকার খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকার খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
অবরোধ কর্মসূচির প্রথম দিনে ঢাকার খিলগাঁওয়ে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সকাল সাড়ে ৮টার দিকে তালতলা এলাকায় বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আশুলিয়ায় বাসে আগুন

ঢাকার আশুলিয়ায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের পেছনের বেশ কয়েকটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকার আশুলিয়ায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
ঢাকার আশুলিয়ায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী ইতিহাস পরিবহন নামে বাসটি বাড়ইপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামা করানোর সময় এর পেছন অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখতে পাওয়া যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, স্থানীয়রা নিজেরাই পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরের কাপাসিয়ায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার চাঁদপুর বাজার সড়কে এই ঘটনা ঘটে।

গাজীপুরের কাপাসিয়ায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গাজীপুরের কাপাসিয়ায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা প্রাণ গ্রুপের কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান আগুন স্থানীয়ভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

XS
SM
MD
LG