অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ নির্বাচন: আরও ২৯টি দেশি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন


বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন।
বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ২৯টি দেশি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৬ ডিসেম্বর) ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা নিবন্ধনপ্রাপ্ত ২৯টি সংস্থার তালিকা প্রকাশ করে।

এর আগে প্রথম ধাপে ৬৭টি দেশি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেয় ইসি। নতুন ২৯টি সংগঠন নিয়ে নিবন্ধিত নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাঁড়াল ৯৬টিতে।

নতুন নিবন্ধন প্রাপ্ত ২৯টি সংস্থার মধ্যে রয়েছে পল্লী দরিদ্র উন্নয়ন সংস্থা (শেওড়াপাড়া, ঢাকা), প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা (চুয়াডাঙ্গা), সোসাইটি ফর রুরাল বেসিক নিড-স্রুবান (বরিশাল), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন (বনানী, ঢাকা), ইলেকশন মনিটরিং ফোরাম (বনানী, ঢাকা), রুরাল ভিশন-আরভি (গাংনী, মেহেরপুর), তরফসারতাজ শান্তি সংঘ-টিএসএস (বগুড়া), পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাসা), ইমপাওয়ারমেন্ট থ্রু ল অফ দ্য কমন পিপল (ধানমন্ডি, ঢাকা), জাগো ফাউন্ডেশন ট্রাস্ট (বনানী, ঢাকা), নাইস ফাউন্ডেশন (দৌলতপুর, খুলনা), নারী উন্নয়ন সংস্থা (কচুয়া, চাঁদপুর), সুফিয়া হানিফ ফাউন্ডেশন (পুরানা পল্টন, ঢাকা) এবং সোশ্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন-সাকো (মির্জাগঞ্জ, পটুয়াখালী)।

বাকি সংস্থাগুলো হলো- সবার তরে আমরা ফাউন্ডেশন-স্টাফ (আদাবর, ঢাকা), বিয়ান মনি সোসাইটি (শ্যামলি, ঢাকা), অগ্রগতি সেবা সংস্থা (বেলাবো, নরসিংদী), আল-কুরআন প্রচার সংস্থা বাংলাদেশ (মোহাম্মদপুর, ঢাকা), ইন্টারন্যাশনাল এএসএফ লিগ্যাল এইড ফাউন্ডেশন (শ্যামলি, ঢাকা), এআরডি-অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (সিলেট), বাংলাদেশ মনবাধিকার সমন্বয় পরিষদ-বিএএমএএসপি (কাজীপাড়া, ঢাকা), রাজারহাট স্বাবলম্বী সংস্থা (কুড়িগ্রাম), সংগতি সমাজ কল্যাণ সংস্থা (মিরপুর, ঢাকা), উদ্ভবনী মহিলা সংস্থা (ফুলতলা, খুলনা), ভলান্টারি অর্গানাইজেশন ফর দ্য নিডি-ভন (মানিকগঞ্জ), দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (দিনাজপুর), সেলফ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এসডিআই (বদরগঞ্জ, রংপুর) এবং বেদো আর্থ-সামাজিক কেন্দ্র (বেলকুচি, সিরাজগঞ্জ)।

XS
SM
MD
LG