অ্যাকসেসিবিলিটি লিংক

ওবায়দুল কাদের: 'বিএনপি-জামায়াত মানবাধিকার দিবসে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে'


আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৬ ডিসেম্বর, ২০২৩।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৬ ডিসেম্বর, ২০২৩।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী মানবাধিকার দিবসে সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৬ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “জনগণের অংশগ্রহণ না থাকায় তারা আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ বেছে নিয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি এমন একটি দল যারা ভুল রাজনীতিতে লিপ্ত এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বিএনপি জনগণের কাছ থেকে বিচ্যুত হচ্ছে। এক পর্যায়ে দেখা যাবে জামায়াত বিএনপির প্রধান নেতৃত্বে থাকবে। বিএনপি জামায়াতের বি-টিম হয়ে যাবে।”

বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও তাঁর আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, “তারা (বিএনপি) নিজেরাই বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়েছে। সাহস থাকলে তারা বেরিয়ে আসুক।”

ওবায়দুল কাদের বলেন, “নির্বাচনে বিরোধী দল থাকবে। তৃণমূল বিএনপি সবচেয়ে বড় জোট। সুপ্রিম পার্টিসহ আরও অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।”

রুহুল কবির রিজভী: নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িতদের জনগণের আদালতে বিচার হবে

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের একতরফা নির্বাচনে জড়িতদের জনগণের আদালতে বিচার করা হবে।”

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী বলেন, “বর্তমান সরকার দেশ, জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত ও দাবি উপেক্ষা করে প্রহসনের নির্বাচন অনুষ্ঠানে জোর দিচ্ছে। সরকার, নির্বাচন কমিশন এবং তাদের সঙ্গে যারা চুক্তি করছে তাদের ছাড় দেয়া হবে না।”

তিনি বলেন, “জনগণের আদালত গঠন করা হচ্ছে এবং তাদের প্রতিটি অপকর্মের জবাব দিতে হবে।”

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রহসনমূলক নির্বাচন করতে সরকার বিএনপির হাইকমান্ডকে কারারুদ্ধ করছে।

তিনি বলেন, “সরকার গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম করতে বাধ্য করছে।”

রুহুল কবির রিজভী আরও বলেন, “আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমাদের একমাত্র আশ্রয় হচ্ছে জনগণ। আমরা বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নই। আমরা আমাদের দাবি আদায়ের জন্য জনগণের শক্তির ওপর নির্ভর করছি।”

XS
SM
MD
LG