একতরফা জাতীয় নির্বাচন করে সরকার ক্ষমতা ধরে রাখতে দেশের পোশাক শিল্পের জন্য বিপদ ডেকে আনছে বলে অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “দেশের মানুষ মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি পোশাক ব্যবসা অন্য দেশের হাতে তুলে দিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকার নিশ্চয়তা চান।”
রুহুল কবির রিজভী বলেন, তাদের দল বারবার সরকারকে সতর্ক করেছে, একতরফা নির্বাচন দেশের রাজনৈতিক সংকটকে আরও গভীর করবে এবং দেশকে বিপদের দিকে ঠেলে দেবে।
তিনি বলেন, “সরকার ইতিমধ্যে বাংলাদেশের (তৈরি পোশাক) বাজারকে হুমকির মুখে ফেলেছে। একতরফা নির্বাচন শুধু শেখ হাসিনার ক্ষমতার নবায়ন নয়, এটি বাংলাদেশকে ধ্বংস করার লাইসেন্সও।”
তিনি বলেন, ক্রেতাদের মতামত উপেক্ষা করে সরকারপন্থী সুবিধাবাদী মহলের শোষণমূলক নীতির পক্ষে অবস্থান নিয়ে এবং শ্রমিকদের ন্যায্য দাবি দমনে অযৌক্তিকভাবে হত্যা ও নিপীড়নের আশ্রয় নিয়ে সরকার প্রতিবেশী দেশের স্বার্থে দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
রুহুল কবির রিজভী বলেন, যুক্তরাষ্ট্র শ্রম অধিকার রক্ষায় নতুন শ্রমনীতি ঘোষণা করার পর বাংলাদেশের পোশাক শিল্পের ওপর নিষেধাজ্ঞা প্রায় নিশ্চিত বলে পোশাক কারখানার মালিকেরা আশঙ্কা করছেন।
তিনি বলেন, তৈরি পোশাক খাত ইতিমধ্যে ৪০ থেকে ৪৫ শতাংশ ব্যবসা হারিয়েছে। দেশের মোট পোশাক রপ্তানির ৮২ শতাংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে হয় উল্লেখ করে তিনি বলেন, এসব দেশে রপ্তানি বাধাগ্রস্ত হলে তৈরি পোশাক খাত ধ্বংস হয়ে যাবে।
রুহুল কবির রিজভী আরও বলেন, শুধু নির্বাচন বর্জন নয়, বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
দলত্যাগ করার জন্য পুলিশ রিমান্ডে থাকা বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে রুহুল কবির রিজভী দাবি করেন, গ্রেপ্তার বিএনপি নেতা-কর্মীদের পুলিশ রিমান্ডের নামে মারাত্মক নির্যাতন করা হচ্ছে।
রুহুল কবির রিজভী বলেন, তারা জানতে পেরেছেন, বিএনপি নেতা-কর্মীদের দল পরিবর্তনের সম্মতি নেওয়ার জন্য পুলিশ রিমান্ডে অপমানজনকভাবে নির্যাতন করা হয়েছে।
তিনি দাবি করেন, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৪১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আব্দুর রাজ্জাকঃ নেতৃত্ব অন্যের হাতে চলে যাওয়ার ভয়ে নির্বাচন চায় না তারেক জিয়া
এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক মন্তব্য করেছেন নেতৃত্ব অন্যের হাতে চলে যাওয়ার ভয়ে তারেক জিয়া নির্বাচন চায় না।
তিনি বলেন, আগামী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল। অনেক চেষ্টা করেছি, নির্বাচনে আনার জন্য, কিন্তু বিএনপি আসেনি। তাদের নেতা তারেক জিয়া সাজাপ্রাপ্ত, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত; তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
আব্দুর রাজ্জাক বলেন, কাজেই বিএনপি যদি নির্বাচনে জিতেও, তারেক জিয়া ও খালেদা জিয়া নেতা থাকতে পারবেন না। নেতৃত্ব চলে যাবে দলের অন্যদের কাছে। তাই নেতৃত্ব হারানোর ভয়ে তারেক জিয়া কিছুতেই চায় না নির্বাচন হোক, বিএনপি নির্বাচনে আসুক।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানী ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত সেমিনার, সয়েল কেয়ার অ্যাওয়ার্ড ও মৃত্তিকা দিবস পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক আরও বলেন, দেশটায় শান্তি দরকার, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে। এটি বানচাল করার জন্য আবারও সহিংসতা ও বর্বরতার পথ বেছে নিয়েছে বিএনপি। তারা ভুল পথে রয়েছে, নির্বাচন বর্জনের মাধ্যমে তারা আরও জনবিচ্ছিন্ন দলে পরিণত হবে।