অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনকে ৪৫০ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান


জাপানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রহম ইমানুয়েল (বামে), জাপানে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই করসুনস্কি (মাঝে) এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব সেজি কিহারা টোকিওতে গণমাধ্যমের সাথে কথা বলছেন। ৭ ডিসেম্বর, ২০২৩।
জাপানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রহম ইমানুয়েল (বামে), জাপানে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই করসুনস্কি (মাঝে) এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব সেজি কিহারা টোকিওতে গণমাধ্যমের সাথে কথা বলছেন। ৭ ডিসেম্বর, ২০২৩।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে ৪৫০ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ ঘোষণা দেন। এই সহায়তার মধ্যে ১০০ কোটি ডলার মানবিক সহায়তার ক্ষেত্রে ব্যয় করা হবে।

বৃহস্পতিবার ওডেসার আঞ্চলিক গভর্নর বলেছেন, ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার একটি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে এবং বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা এবং দেশের পশ্চিমাংশের খলেমনিটস্কি অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়া মোট ১৮টি ড্রোন নিক্ষেপ করেছে।

সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ওই ১৮টি ড্রোনের মধ্যে ১৫টি ড্রোন ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্রের সহায়তা

বুধবার যুক্তরাষ্ট্রের সেনেটে রিপাবলিকান আইনপ্রণেতারা ইউক্রেন ও ইসরাইলের জন্য এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার জন্য চাওয়া এগারো হাজার কোটি ডলার অর্থমূল্যের সহায়তা অবরুদ্ধ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ এবং সীমান্তের নিরাপত্তা ব্যবস্থায় অর্থায়নের জন্য কংগ্রেসের কাছে প্রায় দশ হাজার ছয়শো কোটি ডলারের অনুমোদন চেয়েছিলেন।

এর আগে বুধবার বাইডেন ইউক্রেনের জন্য আরও অস্ত্র সহায়তা অনুমোদনের জন্য কংগ্রেসকে অনুরোধ করেছিলেন। তিনি বলেন, এই সহায়তার অনুমোদন না দেয়া হলে দুই বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এটি হবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পুতিনকে দেয়া “সর্বশ্রেষ্ঠ উপহার”।

একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইউক্রেনের জন্য নতুন নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে। এটি বাইডেন প্রশাসনের ২০২১ সালের আগস্ট থেকে ইউক্রেনকে প্রদানকৃত ৫২তম অস্ত্র বরাদ্দ।

পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সতেরো কোটি ৫০ লাখ ডলার অর্থমূল্যের এই সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্সের জন্য গাইডেড মিসাইল, অ্যান্টি-আরমর সিস্টেম এবং হাই-স্পিড অ্যান্টি-রেডিয়েশন মিসাইল।

সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ উভয়ের কিছু রিপাবলিকান আইনপ্রণেতা বলেছেন, সকল অবৈধ অভিবাসীকে অবরুদ্ধ করার মতো যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত নিয়ন্ত্রণের কঠোরতর নীতিমালা প্রণয়ন না করা হলে তারা ইউক্রেনের অতিরিক্ত সহায়তা অনুমোদন করবেন না।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, রিপাবলিকানদের “সিদ্ধান্ত নিতে হবে যে, তারা রাজনৈতিক সমাধান চান নাকি প্রকৃত সমাধান চান। একটি মীমাংসায় তাদেরকে আসতে হবে।”


এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG