অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে উত্তরাখন্ডে গ্লোবাল বিজনেস সামিট-এ প্রধানমন্ত্রী মোদীর আহ্বান 'ওয়েড ইন ইন্ডিয়া'


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শুক্রবার ৮ ডিসেম্বর ভারতের উত্তরাখন্ডে শিল্প-বাণিজ্যের একটি বিশ্ব বিনিয়োগ সম্মেলন বা গ্লোবাল বিজনেস সামিট-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিসংখ্যান তুলে ধরে বলেছেন বিয়ের আ়য়োজনও হতে পারে বাণিজ্যের বড় হাতিয়ার। তাতে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে।

শুক্রবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডে গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে তার ভাষণে প্রথমে 'মেক ইন ইন্ডিয়া'-র প্রসঙ্গে বক্তব্য রাখেন।

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির মূল কথা হল বিদেশিরা ভারতেই কলকারখানা গড়ে তুলে এই দেশের বাজারে বিক্রি করুক। দেশে কলকারখানা তৈরিতে বিদেশিদের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী এই কর্মসূচি ঘোষণা করেন।

উত্তরাখণ্ডে গ্লোবাল বিজনেস সামিট-এ শুক্রবারের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'মেক ইন্ডিয়া'-র মতো ‘ওয়েড ইন ইন্ডিয়া’ কর্মসূচিও পালন করা দরকার। যুব সমাজের উদ্দশে মোদীর বক্তব্য, "আপনারাই পারেন বিদেশে না গিয়ে দেশে বিয়ের ‘ওয়েড ইন ইন্ডিয়া’ বিপ্লব ঘটাতে।"

কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী তার মাসিক 'টক শো' ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই ব্যাপারে প্রথম সরব হয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, "দেশের পয়সাওয়ালাদের নতুন ট্রেন্ড হয়েছে বিদেশে বিয়ে করতে যাওয়া। দেশে কি ভাল জায়গার অভাব আছে নাকি। যে টাকাটা বিদেশ খরচ করছেন সেটাই দেশে ব্যয় করুন। সাফ কথা বিয়ে দেশে করুন।"

‘মন কি বাতে’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, "বিয়েতে ভারতীয় পণ্য কিনুন। তাতে দেশীয় শিল্পের বিপুল অগ্রগতি হবে।"

উত্তরাখণ্ডের বিশ্ব বিনিয়োগ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর প্রণব আদানি, জিন্দল গোষ্ঠীর সজ্জন জিন্দাল, পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেব প্রমুখ। মোদী তাদের উদ্দেশে বলেন, "এখানে বিয়ের অনুষ্ঠানের বিলাসবহুল সুবিধাযুক্ত পরিকাঠামো তৈরি করতে পারেন বিনিয়োগকারীরা।" বিয়ে করার জন্য উত্তরাখণ্ডকে গন্তব্য করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

XS
SM
MD
LG