৭ ডিসেম্বর, বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে , উত্তর গাজার এক রাস্তায় অন্তত ১০০ জন ফিলিস্তিনি পুরুষ সারিবদ্ধভাবে বসে রয়েছে এবং ইসরাইলি সেনা বাহিনী তাদের পাহারা দিচ্ছে।
ইসরাইলি সংবাদমাধ্যম বলেছে, কিছু ছবিতে সন্দেহভাজন হামাস জঙ্গিদের দেখা যাচ্ছে যারা ইসরাইলি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।
ছবিগুলি ইসরাইলি বাহিনীর সুবিধাজনক জায়গা থেকে তোলা হয়েছিল। (এপি)
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।